নিউস ভয়েস অফ বাংলাদেশ বিনোদন ডেস্কঃ অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় হত্যামামলা হওয়াকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাই আন্দোলনেও জড়িত ছিলেন। এ ঘটনায় পুলিশ সঠিক তদন্ত করবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুকী বলেন, মামলা করেছে একজন ব্যক্তি। এটা রাষ্ট্রপক্ষের মামলা না। আমি বিশ্বাস করি পুলিশ সঠিক তদন্ত করবে। যেটা সত্য সেটা গ্রহণ করবে। যেটা মিথ্যা সেটা বাতিল করে দেবে। মানুষ এখন মামলা করার স্বাধীনতাও পেয়েছে।
ইরেশ যাকেরকে হত্যামামলায় আসামি করা প্রসঙ্গে তিনি বলেন, আমি এখন সরকারে আছি। অ্যাক্টিভিস্ট থাকলে অনেক কথা বলতে পারতাম। ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিল, সেটা আমি জানি। ফলে এটা গভীরভাবে একটা বিরক্তিকর ব্যাপার। মামলা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মামলা করার স্বাধীনতা সবাই পেয়েছে। তবে কেউ কেউ এটির অপব্যবহারও করছে।
J/R