নিউস ভয়েস অফ বাংলাদেশ , আনিসুর রহমান মোল্লা : সরেজমিনে জানা যায় তিতাস উপজেলায় ৯টি ইউনিয়নের এই কমিটি গুলো স্বচ্ছ হয় নাই বলে তিতাস বাসির দাবী। নীম্নে ৯টি ইউনিয়নের কমিটি ঘোষণার নাম গুলো দেওয়া হল।
তিতাস উপজেলা বিএনপির ৯টি ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত। মোঃ রকিবুল ইসলাম রিপন স্ট্যাফ রিপোর্টার সাপ্তাহিক গ্রাম বাংলার খবর ও দৈনিক আজকের বাংলাদেশঃ কুমিল্লা জেলার তিতাস উপজেলা বিএনপির ৯টি ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে যে কোন সময় কমিটি ঘোষণা আসবে। উক্ত কাউন্সিলে বিভিন্ন ইউনিয়নে যারা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন তাদের নামের তালিকা নিম্নরূপঃ প্রার্থীদের নামের তালিকাঃ
১নং সাতানী ইউনিয়ন: সভাপতি পদে তিনজন ও সাধারন সম্পাদক পদে চারজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন। এতে সভাপতি প্রার্থী হয়েছেন- ১. দেলোয়ার হোসেন মোল্লা (দেলোয়ার দারোগা), ২. মো. কামরুজ্জামান হীরা ৩. রবিউল ইসলাম টুলু। সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন- ১. ডি এম রাসেল, ২. রুবেল মিয়া, ৩. মাইনুদ্দিন শিকদার ৪. আক্তার মিয়া।
২নং জগতপুর ইউনিয়ন: সভাপতি পদে দুইজন ও সাধারন সম্পাদক পদে চারজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন। এতে সভাপতি প্রার্থী হয়েছেন- ১. আক্তারুল হক মাস্টার, ২. সানাউল্লাহ। সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন- ১. মোঃ হাবিবুর রহমান হাবিব, ২. নুরুল ইসলাম, ৩. মোঃ মহসীন খান, ৪. মারুফ হোসেন শিপলু।
৩নং বলরামপুর ইউনিয়ন: সভাপতি পদে তিনজন ও সাধারন সম্পাদক পদে চারজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন। এতে সভাপতি প্রার্থী হয়েছেন- ১. মোজাম্মেল হক মজনু পাঠান, ২. মনিরুল ইসলাম, ৩. জাহাঙ্গীর আলম। সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন- ১. নজরুল ইসলাম, ২. তোফাজ্জল ইসলাম তপন ভূঁইয়া, ৩. আব্দুল সাত্তার, ৪. নূর আলম।
৪নং কড়িকান্দি ইউনিয়ন: সভাপতি পদে চারজন ও সাধারন সম্পাদক পদে পাঁচজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন। এতে সভাপতি প্রার্থী হয়েছেন- ১. শফিকুল ইসলাম ভূঁইয়া, ২. জুয়েল শিকদার, ৩. মোহর মুন্সি, ৪. মিজানুর রহমান ভুলু শিকদার। সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন- ১. নজরুল ইসলাম, ২. হাসান মোল্লা, ৩. খলিলুর রহমান মেম্বার, ৪. আপেল মুন্সী, ৫. অহিদুল্লা, ৬. আব্দুল বাতেন।
৫নং কলাকান্দি ইউনিয়ন: সভাপতি পদে ছয়জন ও সাধারন সম্পাদক পদে চারজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন। এতে সভাপতি প্রার্থী হয়েছেন- ১. মোঃ শহিদুল্লাহ, ২. মোয়াজ্জেম হোসেন, ৩. হাবিব সরকার, ৪. আনিস সরকার, ৫. কামাল হোসেন ৬. জসিম উদ্দিন। সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন- ১. আলমগীর হোসেন,২. হাসান মাহমুদ অপু ৩. নাজমুল সরকার ৪. আনোয়ার হোসেন বাবুল।
৬নং ভিটিকান্দি ইউনিয়ন: সভাপতি পদে চারজন ও সাধারন সম্পাদক পদে নয়জন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন। এতে সভাপতি প্রার্থী হয়েছেন- ১. মোঃ ফরিদ সরকার, ২. মাজহারুল ইসলাম খোকা, ৩. হানিফ মুন্সি ৪. মফিজুল ইসলাম সরকার। সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন- ১. মোঃ যুবরাজ ইসলাম রাসেল, ২. শফিকুল ইসলাম সরকার, ৩. আব্দুস সালাম মেম্বার, ৪. জাহাঙ্গীর আলম চেয়ারম্যান ৫. বিল্লাল হোসেন মোল্লা, ৬. ডা.আলী হোসেন, ৭. হুমায়ুন কবির, ৮. এমদাদ হোসেন, ৯. মোঃ শাহিন সরকার।
৭নং নারান্দিয়া ইউনিয়ন: সভাপতি পদে পাঁচজন ও সাধারন সম্পাদক পদে চারজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন। এতে সভাপতি প্রার্থী হয়েছেন- ১. জহিরুল ইসলাম, ২. মাইনুদ্দিন সরকার খুশু, ৩. জাহাঙ্গীর আলম, ৪. মোঃ সিয়াম, ৫. আব্দুল মমিন মেম্বার। সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন- ১. মফিজুল ইসলাম প্রধান, ২. ফরিদ মেম্বার, ৩. সদস্য সচিব আরিফুজ্জামান হানিফ, ৪. সাদ্দাম হোসেন।
৮নং জিয়ারকান্দি ইউনিয়ন: সভাপতি পদে ছয়জন ও সাধারন সম্পাদক পদে পাঁচজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন। এতে সভাপতি প্রার্থী হয়েছেন- ১. মো.মকবুল হোসেন সরকার, ২. জামাল উদ্দিন প্রধান, ৩. মো.সেলিম মোল্লা, ৪. ইসমাইল প্রধান, ৫. আবদুল হালিম সরকার, ৬. আবদুর রহমান মাষ্টার। সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন- ১. মনিরুল হক মনু মেম্বার, ২. মো.আলী হোসেন ভেন্ডার, ৩. দেলোয়ার হোসেন প্রধান, ৪. মনিরুল হক আখন্দ, ৫. শফিকুল ইসলাম।
৯নং মজিদপুর ইউনিয়ন: সভাপতি পদে প্রার্থী ৬ জন ও সাধারণ সম্পাদক পদেপ্রার্থী ৫ জন। এতে সভাপতি প্রার্থী হয়েছেন- ১. মাজেদুল ইসলাম মন্টু, ২. মোঃ শামীম সরকার, ৩. মো: আকতার বেপারী, ৪. তাইজুল ইসলাম বাদল, ৫. মো:কামাল ৬. মো:বাবুল। সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন- ১. মোঃ আবুল কাশেম বাবুল, ২. মোঃসাইদুর রহমান বিজয়, ৩. মোঃ মিজান মেম্বার, ৪. তন্ময় হাসান কাজল ৫. আবুল হাশেম।
উপরোক্ত ৯টি ইউনিয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিনিধিত্ব করছেন। আর যাদেরকে সভাপতি ও সাধারণ পদ দিয়েছেন তাদোর নামের তালিকা হলো:-
১। সাতানী ইউনিয়ন:- সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাকির সওদাগর।
২। জগতপুর ইউনিয়ন:- সভাপতি আসারুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ।
৩। বলরামপুর ইউনিয়ন:- সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠান, সাধারণ সম্পাদক এম, এ সাত্তার ।
৪। কড়িকান্দি ইউনিয়ন:- সম্পাদক মোঃ মোহন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান মোল্লা।
৫। কলাকান্দি ইউনিয়ন :- সম্পাদক মোয়াজ্জম হোসেন সরকার সানীর সাধারণ সম্পাদক নাজমুল হাসান সরকার
৬। ভিটি কান্দি ইউনিয়ন:-সম্পাদক মোঃ ফারিদ উদ্দীন সরকার সাধারন সম্পাদক মাজারুল ল ইসলাম খোকা।
৭। নারান্দিয়া ইউনিয়ন:- সভাপতি মোঃ জহিরুল ইসলাম সাধারন সম্পাদক আরিফুল ইসলাম হানিফ।
৮। জিয়ারকান্দি ইউনিয়ন:- সভাপতি মোঃ মোফাজ্জাল হোসেন সরকার সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন।
৯। মজিদপুর ইউনিয়ন:- সভাপতি মাজেদুল ইসলাম মন্টু সসাধারন সম্পাদক হাসান কাজলা।
৯টি ইউনিয়নের মধ্যে সভাপতি প্রার্থী হয়েছিলেন ৪১জন আর সসাধারন সম্পাদক প্রার্থী হয়েছিলেন ৪২ জন মোট ৮৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।