NEWSVOb Des: অতি সত্বর ড্রাগন নিয়ে গবেষণা শুরু করানোর অনুরোধ জানিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডের্নকে চিঠি দিয়েছে ভিক্টোরিয়া নামের ১১ বছর বয়সী এক শিশু। সেই চিঠির সঙ্গে ‘ঘুষ’ হিসেবে ৫ ডলারও (নিউজিল্যান্ডের মূদ্রা) পাঠিয়েছে শিশুটি।
চিঠি পেয়ে জাসিন্ডা আরডের্ন কিছুক্ষণ হাসলেও, ঠিকই উত্তর পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর নিজস্ব লেটারহেডে ভিক্টোরিয়ার উদ্দেশ্যে জাসিন্ডা লিখেছেন, ‘আপাতত আমরা ড্রাগন আর সাইকিক নিয়ে কোনো কাজ করছি না।’ তবে চিঠির শেষে কিউই প্রধানমন্ত্রী লিখেছেন, ‘তবে ড্রাগনদের বিষয়ে আমার নজর থাকবে। তারা কী পোশাক পরে?’
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটের এক ব্যবহারকারীর একটি পোস্টের মাধ্যমে এই চিঠি আদান প্রদাণের বিষয়টি আলোচনায় আসে। রেডিটের পোস্টে প্রধানমন্ত্রীর উত্তরটি পোস্ট করে সেই ব্যক্তিটি লেখেন, আমার ছোট বোন ‘ঘুষ’ দিতে চেষ্টা করেছিল।
স্কুলছাত্রি ভিক্টোরিয়ার ভাই আরো জানায়, এইচবিও’র টেলিভিশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দেখার পর থেকে তার বোনের টেলিপ্যাথি এবং টেলেকিনেসিস (এক ধরনের অতিমানবীয় ক্ষমতা যা দিয়ে যে কোনো বস্তুকে নিয়ন্ত্রণ করা যায়) বিষয়গুলোর প্রতি আগ্রত তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় চিঠির বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র: বিবিসি