নিউজ বয়েস অফ বাংলাদেশ(Newsvob,com) আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ভিডিও প্রকাশ করা হয়। দক্ষিণ আস্ট্রাকানের কাপুস্তিন ইয়ার এলাকায় এর সফল দাবি করা হয়েছে।
রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে (ভিকোনতাকতে) প্লাটফর্মে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিকে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম।
ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটি আকাশের দিকে ছোড়া হয়েছে পরে তা মেঘের আড়ালে হারিয়ে যায়।
এদিকে বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, টপল ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয়েছে। পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রটি কাজাখাস্তানে তার লক্ষ্যে আঘাত হেনেছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৮০ সালের শেষ দিকে ও ১৯৯০ সালের শুরুর দিকে টপল-এম কৌশলগত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পদ্ধতিটির বিকাশ লাভ করেছে। এটি স্বাভাবিকভাবে ৮০০ কেটি পরমাণু বহন করতে সক্ষম। যার ধ্বংসাত্মক ক্ষমতা ৮ লাখ টন টিএনটি। জাপানের নাগাসাকিতে ১৯৪৫ সালে বিস্ফোরিত হওয়া পারমাণবিক বোমার চেয়ে ৪০ গুণ শক্তিশালী।
সূত্র: রাশিয়ার গণমাধ্যম স্পুটনিকের।