Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। এর মধ্যেই দেশটিতে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট। দেশটির পরিস্থিতি এতটাই শোচনীয় যে, রাজধানী ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচির মতো বড় শহরসহ দেশের বিশাল অংশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে।
পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি হ্রাস পাওয়ার পরে সোমবার সকালে পাকিস্তানজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘তবে, আজ সকালে যখন সিস্টেমগুলো চালু করা হয় তখন দেশের দক্ষিণে দাদু এবং জামশোরের মধ্যে কোথাও কম্পাঙ্কের তারতম্য এবং ভোল্টেজের ওঠানামা পরিলক্ষিত হয়।’
দস্তগীর আরও বলেন, পেশোয়ার এবং ইসলামাবাদে গ্রিড স্টেশন পুনরুদ্ধার শুরু হয়েছে। তার ভাষায়, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, আগামী ১২ ঘণ্টার মধ্যে সারাদেশে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি পুনরায় চালু করা হবে।’ এর আগে, ডন নিউজ টিভি জানিয়েছে, ইসলামাবাদ, করাচি, কোয়েটা, পেশোয়ার এবং লাহোরসহ পাকিস্তানের বিশাল অংশ বিদ্যুৎবিহীন রয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, করাচির মালির, ল্যান্ডি, গুলিস্তান-ই-জোহর, আখতার কলোনি, দ্বিতীয় চুন্দ্রিগার রোড, নিউ করাচি, গুলশান, ইব্রাহিম হায়দারি এবং কোরাঙ্গিতেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।
খবর ‘দ্য ডন’।