অনলাইন ডেস্ক :সোমবার ফ্রান্সের স্থানীয় সময় দুপুরে প্যারিসের নোত্রদাম গির্জায় ভয়াবহ আগুন লাগে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গেই গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়।
নোত্র দাম গির্জা প্যারিসের প্রাচীন গির্জাগুলির মধ্যে অন্যতম। সেখানে বছরভর লক্ষ লক্ষ মানুষ হাজির হন। কেউ যান প্রার্থনা করতে। কেউ আবার শুধু দর্শনের জন্যই সেখানে যান।
বর্তমানে সেখানে সংরক্ষণের কাজ চলছিল। এরই মধ্যে সোমবার দুপুরে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে ওই গির্জা দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে সরে যাওয়ার আবেদন জানানো হয়। ওই গির্জার পাশে যে সমস্ত বাড়ি ছিল, সেখান থেকেও দ্রুত বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়।
কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।