Newsvob.com.: অনলাইন ডেস্ক : নিত্য নতুন কারসাজির মাধ্যমে এঁকে যাচ্ছে ষড়যন্ত্রের ছক। এবার তারা একটি ফোনালাপকে ‘গুটি’ হিসেবে ব্যবহার করে পুরনো বোতলে নতুন মদ কায়দার পুনরাবৃত্তি ঘটিয়েছে। এমনই একটি ফোনালাপ অনেকের মতো আমারও দৃষ্টিতে এসেছে।
একটি বিশেষ মহলের পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নেই ‘জোড়াতালি’ দিয়ে প্রচার করা হয়েছে ফোনালাপটি।
প্রযুক্তি সম্পর্কে সচেতন মানুষের কাছে দিবালোকের মতো পরিস্কার সেই ফোনালাপটি সেনাপ্রধানের বলে চালিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপপ্রয়াস নেওয়া হয়েছে। আজ আমি এ চক্রটির এমনই কয়েকটি কূটকৌশল সম্পর্কে আলোকপাত করবো।
১.পর্নোগ্রাফি মামলায় দন্ডপ্রাপ্ত দেশত্যাগী কনক সারোয়ার সম্প্রতি জাল-জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত সেনাবাহিনীর কর্নেল (অব:) শহীদ উদ্দিন খানকে সঙ্গে নিয়ে একটি ফোনালাপ প্রচার করেছেন।
তাঁরা ফোনালাপের অংশবিশেষ কেটে কেটে আবার এলোমেলো অংশবিশেষকে জোড়াতালির মাধ্যমে নিজেদের পছন্দের কাঙ্খিত শব্দকে সুকৌশলে ঢুকিয়ে পুরো বিষয়টি সেনাপ্রধানের ফোনালাপ বলে চালিয়ে দিচ্ছেন।
এখন প্রযুক্তির যুগে ,দেশের মানুষ কী এতোই বোকা? স্পর্শকাতর বিষয়ে এক একটি শব্দের হেরফের করে পুরো ভাবকেই পরিবর্তন করেছেন ধুরন্ধর মস্তিষ্কের কর্নেল (অব:) শহীদ আর কনক সারোয়ার। প্রযুক্তির চাতুর্যতায় এই হেরফের সম্ভব হয়েছে চোখের পলকেই।
২. এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ধরা যাক, কেউ ফোনালাপে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকী পদাধিকার বলেই সেনাবাহিনী, র্যাব, এনএসআই, পুলিশ ও ডিজিএফআই’র কাজ সমন্বয় করেন। তবে স্ব স্ব মন্ত্রণালয় বিভিন্ন বাহিনী আর সংস্থার কাজ নিয়ন্ত্রণ করেন।
কিন্তু এই বক্তব্য হুবুহু ঠিক রেখেই নিজেদের অসৎ উদ্দ্যেশ্য হাসিলে শহীদ, কনক সিন্ডিকেট প্রযুক্তির মাধ্যমে ‘সমন্বয়’ শব্দটি উঠিয়ে ‘নিয়ন্ত্রণ’ শব্দ বসিয়েছেন। তাহলে নতুন বক্তব্যটি কি দাঁড়ালো? পাঠক এবং দেশবাসী ধুরন্ধর স্বভাবের এ দু’ব্যক্তির তেলেসমাতি নি:সন্দেহে বুঝে গেছেন।
পাদটীকা:
প্রযুক্তি সচেতন মানুষ মাত্রই জানেন, এই সময়ে অনেক সফটওয়্যার বাজারে আছে যার মাধ্যমে মিলি সেকেন্ড’র হেরফের করে দেওয়া সম্ভব। আদতে করা হয়েছেও তাই।
অনেক সেকেন্ড কাটাকুটির মাধ্যমে কথার ভাব ঘুরিয়ে পলিসি করে নিজেদের চাহিদামাফিক ‘যুৎসই’ শব্দ বসিয়ে অভিনব প্রতারণার নমুনাই দেশবাসীর সামনে উপস্থাপন করেছেন কর্নেল শহীদ আর কনক সারোয়ার চক্র। প্রযুক্তির এই যুগে দেশের মানুষ কী এতোই বোকা? মন্তব্য নিষ্প্রয়োজন।