বাবা আমার বাবা, বটের ছায়ার মতো,
যার পাশে থাকতাম, ভুলতাম সব দুঃখ-ব্যথা।
আজ তিনি নেই, শূন্য চারপাশ,
স্বজনের মুখে দেখি শুধু প্রতারকের ভাষ।
রক্তের বন্ধনে ছিল যে যে আপন,
বাবার না থাকায় তারা হলো বিপন্ন।
হাসিমুখের পেছনে শলাচাল ভরা,
স্বার্থের খেলায় সম্পর্ক সব হারা।
বাবা থাকলে একটিবার চেয়ে,
সব আঁধার দূর করতেন হৃদয়ে।
বাবা নেই বলে আজ মনে হয়—
বিশ্বটা একটা অচেনা মরুভূমির ভয়।