মতলব উত্তর প্রতিনিধি:চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য হানিরপাড় যুব সংঘের উদ্যোগেকলাকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।প্রীতি ম্যাচে স্পেন দল ৩-২ গোলে জার্মানি দলকে পরাজিত করে।খেলায় রেফারি ছিলেন,কবির হোসেন।সহকারী রেফারি ছিলেন,রনি ও রাব্বানী।খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস নিউজ ২৪ ডট কম সম্পাদক আবদুল মান্নান সাগর।বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের আলোর চাঁদপুর প্রতিনিধি কামরুজ্জামান হারুন। সভাপতিত্ব করেন রোমন বেপারী।
উপস্থিত ছিলেন কাউসার আহমেদ,জুলফিকার,আবদুল কাইয়ুম,রনি বেপারি, রফিকুল ইসলাম তাতী,অমি, শামীম মিয়া, মিজান ঢালী,মুক্তার হোসেন খান,আবু মুসা প্রমুখ।