রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) : বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এস আহসান কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, আমরাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, এডভোকেট হীরালাল কুন্ডু, মহিলা পরিষদের সাধারন সম্পাদক শাহিদা হক, মহিলা পরিষদের সাবেক সভাপতি জাহানুর বেগম, দক্ষিন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কালাম মাওদুদ খান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমূখ।