1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না: শারমীন মুরশিদ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর চেয়ারম্যান লায়ন এম.কে খায়রুল বাসার সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম টীম কর্তৃক অটক। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে চাঞ্চল্যকর খুনের ঘটনায় পাঁচজন গ্রেফতার আজওয়াহ হজ ট্রাভেলস আয়োজিত হাজিদের পুনর্মিলনী অনুষ্ঠানে ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে : উপদেষ্টার প্রেস সচিব প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে ৭ গোল বাংলাদেশের মেয়েদের জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ ২৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ ৪০ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

লকডাউনে হঠাৎ করেই বেড়ে গেছে সবজির দামের তাপমাত্র

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৩২ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক : লকডাউনে বেড়েছে সব ধরনের সবজির দাম সর্বাত্নক লকডাউনে হঠাৎ করেই বেড়ে গেছে সবজির তাপমাত্র। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম হয়েছে দ্বিগুন।
গত সপ্তাহে যে বেগুন বিক্রি হয়েছে ৩০ টাকায় সেই বেগুন শুক্রবার (১৬ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। একইভাবে বাজারে বিভিন্ন শাক-সবজি চড়া দামে বিক্রি হতে দেখা যায়। লকডাউনে সরবরাহ কমে যাওয়াকে দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। হঠাৎ সব ধরনের সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সপ্তাহের ব্যবধানে বেগুন, টমেটো, লেবু ও শসাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এদিকে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

শুক্রবার (১৬ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শষা বিক্রি হচ্ছে ৭০-৮০টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকায়। লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে ৩০-৫০টাকায়। প্রতিকেজি পেঁপে ৩৫-৪০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া সজনের ডাটার দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। দাম বাড়ার তালিকায় রয়েছে পটল, বরবটি, শিম, ঢ়েঁড়স, টমেটোসহ অন্যান্য সবজিগুলোও। পটলের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। ঢ়েঁড়সের কেজিও বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। গত সপ্তাহে যা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছিল। ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া ধুন্দুলের দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। ৪০ টাকা কেজি শিমের বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। রোজায় চাহিদা বাড়ায় গত সপ্তাহে ২৫ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে ৪০ থেকে ৫০ টাকা হয়েছে। সবজির পাশাপাশি দাম বেড়েছে শাকের। লাল শাক, সবুজ শাক, পাট ও কলমি শাক পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। পুঁই শাকের আঁটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।বাসাবো বাজারে কাঁচাবাজার করতে আসা আছমা আক্তার বলেন, লকডাউনের অজুহাতে দিয়ে সবজির দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। দুঃখজনক কথা হলো অতিরিক্ত দামে সবজি বিক্রি হলেও এই বাজার দেখার কেউ নেই।

ব্যবসায়ীরা জানান, রোজায় চাহিদা বেশি থাকে। এছড়াও লকডাউনে সরবরাহ সেই তুলনায় কম। তাই বাজারে দাম বেড়েছে। সবজির দাম এমনিতেই বাড়ছিল। রোজার কারণে দাম আরও বেড়েছে। সহসা সবজির দাম কমার সম্ভাবনা কম।

 

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews