1. rajubdnews@gmail.com : admin :
  2. admin1backup@wordpress.org : admin1backup :
  3. adminbackup@wordpress.org : adminbackup :
  4. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস কোটালীপাড়ায় কাজী মন্টু কলেজ এ সর্বোচ্চ এইচএসসি পাশের হার পেয়ে প্রথম স্থান অধিকার  গুমের দুই মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গ্রেটা থানবার্গকে ‘ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল’ : মানবাধিকার কর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ মাননীয় স্বর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) কর্তৃক ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ২০ টি নতুন ডাবল কেবিন পিকআপ হস্তান্তর বাড্ডায় সিএনজি অটোরিকশা মালিক সমিতির জমা বাড়ানোর প্রতিবাদে শ্রমিকদের জরুরি সভা অনুষ্ঠিত সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন সভাপতি নুরুল হক নুর একসঙ্গে গাজার দিকে এগিয়ে যাচ্ছে: শহিদুল আলম আলমা’র ওপর ইসরায়েলি হামলা— ফ্লোটিলা থেকে যে বার্তা দিলেন শহিদুল আলম

লোটাস কামালের ১০৭ অ্যাকাউন্টেই সাড়ে ৮শ’ কোটি টাকা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পঠিত হয়েছে

  নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ   দেশের ১০৭ অ্যাকাউন্টেই ৮৪৯ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ১৬টাকা লেনদেন করেছেন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল। ঘুষ, দুর্নীতিসহ বিভিন্নভারে এ টাকা অর্জন করেছেন তিনি।

লোটাস কামালসহ তার স্ত্রী কাশমিরি কামাল, দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের সম্পৃক্ততা মিলেছে। তাদের বিরুদ্ধে পৃথক তিন মামলা করছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুদক এ সিদ্ধান্ত নিয়েছে।

আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল (আ হ ম মোস্তফা কামাল) পতিত আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন। তার অবৈধ সম্পদের খোঁজে দুদক। ইতোমধ্যে দেশে তার অঢেল সম্পদের সন্ধান পেয়েছে।

লোটাস কামালের ৩২ ব্যাংক অ্যাকাউন্ট
অভিযোগ সংশ্লিষ্ট লোটাস কামাল পাবলিক সার্জেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জন করে। তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন দেখা যায় ২৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৮৩১ টাকা। তার নিজ ও ব্যবসায়িক ৩২ টি অ্যাকাউন্টের মাধ্যমে ৪৪৬ কোটি ৪২ লাখ ৫৩ হাজার ৭৮৮ টাকা লেনদেন করেছেন। সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে দুদক আইনে মামলার সিদ্ধান্ নেয়া হয়েছে।

মিসেস কাশমিরি কামালের সংক্ষিপ্ত বিবরণী
মিসেস কাশমিরি কামালের নামে ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়েছে দুদক। এছাড়া তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট ২০ টি অ্যাকাউন্টের মাধ্যমে ২৬ কোটি ৬৪ লাখ ১ হাজার ১৩৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

বিবরণীতে উল্লেখ করা হয়, উক্ত টাকা কাশমিরি কামাল তার স্বামী লোটাস কামাল মন্ত্রী থাকাকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করে তার উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন। তিনি মানিলন্ডারিং করেছেন মর্মে প্রতীয়মান হয়। মিসেস কাশমিরি কামালসহ তার স্বামী লোটাস কামালের বিরুদ্ধে পৃথক মামলা করবে দুদক।

মেয়ে কাশফি কামালের নামে ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তিনি নিজ ও ব্যবসায়িক ৩৮ টি অ্যাকাউন্টের মাধ্যমে ১৭৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৫৪৮ টাকা লেনদেন করেছেন। যা সন্দেহজনক। তার পিতা লোটাস কামাল মন্ত্রী থাকাকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করেছেন। লোটাস কামালসহ কাশফি কামালের বিরুদ্ধে পৃথক মামলার করা হচ্ছে।

আরেক মেয়ে নাফিসা কামালের ১৭ ব্যাংক অ্যাকাউন্টে ১৯৯ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৪৭ টাকার লেনদেন করা হয়েছে। নাফিসা কামালসহ তার পিতা লোটাস কামালের বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্দ দুদকের।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews