রাকিব হাসান, মাদারীপুর থেকে : মাদারীপুর হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- এর ৫ম পর্যায়ের শিক্ষা সমাপনী সনদপত্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রসাশক মোঃ ওয়াহিদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা পৌর মেয়র জনাব খালিদ হাসান ইয়াদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার,বাংলাদেশ আওয়ামীলীগ মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর চেয়ারম্যান জনাব খলিলুর রহমান খান।মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ ।
বক্তারা বলেন, প্রতিটি শিশুদের ছোট থেকে গণশিক্ষার প্রয়োজন আছে। তাই প্রতিটি প্রতিষ্ঠানে শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু থাকা দরকার। কেননা আজকের শিশুরাই হল আগামী দিনের পথ চলার কর্নধার।দেশের সম্পদ মানে আজকের শিশুরা এরাই পারে। একটি নতুন প্রজন্ম ও শক্তিশালী দেশ গঠন করতে। আর এই কার্যপরিচালনার মূল কাজ শুধু শিক্ষা। শিক্ষার আলো প্রতিটি মানুষের মধ্যে বিস্তার করতে পারলে তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
তারা আরো বলেন প্রতিটি জাতির তার নিজস্ব ভাষা , সংস্কৃতি ও ধর্ম আছে যার উপর ভিত্তি করে মানুষ কোন কিছু শেখে জানে এমনকি অন্যকে শেখায় ও জানায়।