নিউস ভয়েস অফ বাংলাদেশ প্রকাশক সাহেদ খান : বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুল হক মল্লিক আজ দুপুর ১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মনুয়া গ্রামে তাঁর জন্ম। সমাজ সেবায় অবদান রাখায় তিনি সরকার থেকে পুরস্কৃত হন। শরীয়তপুর অঞ্চলে মহকুমা গঠনে তার ভূমিকা রয়েছে।
তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং জাতীয় নেতা মরহুম আব্দুর রাজ্জাকের আস্থাভাজন ছিলেন। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম এমপি, শরিয়তপুর ৩ এর এমপি নাহিম রাজ্জাক এবং নিউজ ভয়েজ অফ বাংলাদেশের প্রকাশক শাহেদ খান।