NEWSVOb: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) শেখ হিমায়েত হোসেন মিয়াকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।
গত মঙ্গলবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। তবে আজ বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন মিয়াকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় বদলি করা হয়েছে।
২০১৫ সালের ১৫ জানুয়ারি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তৎকালীন অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেনকে সিআইডির প্রধান করা হয়।