Newsvob.com.: অনলাইন ডেস্কঃ শুক্রবার (১১ আগস্ট) সকাল ৯টায় স্থায়ীরা লাশ দুটি দেখে পুলিশকে জানালে তারা এসে ১১টায় জেটিঘাটের হুলবুনিয়া থেকে লাশগুলো উদ্ধার করে।টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাতনামা নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, শুক্রবার সকালে সেন্টমার্টিন সৈকতে ভেসে আসা দুটি অর্ধগলিত। তবে পরিচয় পাওয়া যায়নি। পরনে জামা দেখে ধারণা করা হচ্ছে রোহিঙ্গা হতে পারে।
তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, জোয়ারের পানিতে ভেসে এসেছে। ঘটনা জানার পর স্থানীয় পুলিশ লাশ দুটি উদ্ধার করে। দেখে রোহিঙ্গা মনে হচ্ছে।
এদিকে গত ৭ আগস্ট মিয়ানমার থেকে মালয়েশিয়াগামী রোহিঙ্গা শরণার্থী বহনকারী নৌকা আকিয়াবের কাছাকাছি সাগরে ডুবে যাওয়ার ঘটনায় ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩০ জন। দুর্ঘটনায় আট জনকে জীবিত উদ্ধার করা হয়।
Jj/Ras