নিউস ভয়েস অফ বাংলাদেশ : আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস পরিষ্কার ঘোষণা দিয়েছে যে, গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আর একজন ইসরাইলি বন্দীকেও মুক্তি দেয়া হবে না।
গতকাল (সোমবার) শেষ বেলায় লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হামাসের বৈরুত প্রতিনিধি এবং পলিটব্যুরোর সদস্য উসামা হামদান। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে থাকা অবশিষ্ট ইসরাইলি বন্দীদের মুক্তি দেয়ার ব্যাপারে তেল আবিব মধ্যস্থতাকারীদের সঙ্গে আবার যোগাযোগ করতে প্রস্তুত বলে খবর বের হওয়ার পর তিনি এই ঘোষণা দিলেন। উসামা হামদার বন্দি মুক্তির সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দেন।
হামাস নেতা বলেন, “গাজায় দখলদার ইসরাইলের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দী বিনিময়ের ব্যাপারে আর কোনো চুক্তি হবে না। হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তির সম্ভাবনা সম্পর্কে গণমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে তা নেতানিয়াহুর অভ্যন্তরীণ চাপ মোকাবেলা এবং জনমত ভিন্ন দিকে প্রবাহিত করার কৌশল হিসেবে করা হয়েছে।”
উসামা হামদান আরো বলেন, ফিলিস্তিনি জনগণের রক্তের উপর দিয়ে কোন আপোস গ্রহণযোগ্য নয়। ইসরাইলের ভেতরে যে সংকট চলছে তা থেকে বাঁচার জন্য নেতানিয়াহু এই খবর প্রচার করছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি বন্দিদের পরিবার-পরিজন ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে।
গতকাল দিনের প্রথম দিকে ইসরাইলের চ্যানেল-টুয়েলভ টেলিভিশন এক প্রতিবেদনে দাবি করেছে, হামাসের সাথে যুদ্ধবিরতি কাঠামোর আওতায় বন্দী বিনিময়ের চুক্তি হতে যাচ্ছে যার আওতায় অসুস্থ, আহত এবং নারী বন্দীরা মুক্তি পাবে।
jj/r