সকালে আন্দোলনকারীরা পূর্ব মেদিনীপুরের বাসুলিয়া স্টেশনে রেল অবরোধ শুরু করে। এতে আটকা পড়ে হলদিয়া লোকাল ট্রেন। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারান দুই আন্দোলনকারী। আর আজ মৃত্যু হয় আরও দুজনের। এ নিয়ে মোট চারজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে সংবাদ মাধ্যমটি।
তবে আনন্দবাজার পত্রিকা নিহতের সংখ্যা বলছে ৭।