Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলে হস্তক্ষেপের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করেন। এর পর অন্তত ২০ মিনিট তিনি কারাবন্দি ছিলেন।
বৃহস্পতিবার তাকে জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পালটানোর চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এ মামলায় তিনি আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের পরে জামিনে মুক্তি পান। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ডলার। কারাগারে সাবেক প্রেসিডেন্টের আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের ছবি (মাগশট) নেওয়া হয়েছে। আদালতে আবেদন করতে পরবর্তী তারিখে তিনি আবার আসবেন।
বেশিক্ষণ কারাবন্দি থাকতে হয়নি সাবেক এই প্রেসিডেন্টকে। ২০ মিনিট পর কারাগার থেকে ছাড় পান তিনি। এ নিয়ে চলতি বছরে দুবার গ্রেফতার হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুস দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই সময় নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে ট্রাম্পকে গ্রেফতার করা হয়।
খবর আলজাজিরার।