নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স।প্রাদেশিক উপ-গভর্নরের বরাতে জানানো হয়, হামলার বেশিরভাগ অংশ প্রতিহত করেছে ইরানি বিমান প্রতিরক্ষা। তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
ইসফাহান প্রদেশের আরও কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ফার্স জানায়, বিস্ফোরণের বেশিরভাগ শব্দ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া থেকে এসেছে। কিছু শব্দ শত্রুপক্ষের হামলার ফল।
নাম প্রকাশ না করা এক কর্মকর্তা জানান, হামলায় কোনো ক্ষতিকর গ্যাস বা বিকিরণ ছড়ায়নি। জনগণকে এলাকা এড়াতে বলা হয়েছে।মেহের সংস্থার খবরে বলা হয়, তেল শোধনাগার লক্ষ্যবস্তু ছিল না।
ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, ইসফাহানের পারমাণবিক কেন্দ্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষ বলছে, ক্ষতি সীমিত।আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানায়, চারটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।