নিউস ভয়েস অফ বাংলাদেশ : অনলাইন ডেস্কঃ ১১ই জুলাই শুক্রবার উত্তরা জমজম টাওয়ারে হাজীদের পুনর্মিলন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ক্বারী মোঃ সেলিম এর আমন্ত্রণে বিভিন্ন মেহমান সহ ৫ শতাধিক হাজী অংশগ্রহণ করেন। এতে দেশ বিদেশের বহু ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করেন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর সিনিয়র পেশ ইমাম হযরত মাওলানা মহিবুল্লাহ হিল বাকি আল নদভী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বিখ্যাত কারী বাংলাদেশ রেডিও টেলিভিশনের জনপ্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী এছাড়াও সৌদি আরব ও ইয়েমেন থেকে আগত দুইজন শাইখ আলোচনা পেশ করেছেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথী ও বিশেষ আলোচক হিসেবে বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মাওলানা ক্বারী মোঃ সেলিম বলেন ‘হালাল উপার্জন, মানব কল্যাণ ও দ্বীনি খেদমতের লক্ষ্যে ‘সালিম গ্রুপ’ এর নেতৃত্বে আজওয়াহ হজ্ব ট্রাভেল ও তাজ ট্যুরস এন্ড ট্রাভেলস মাধ্যমিক হাজীদের খেদমতকে আধুনিকায়ন করা হবে ইনশাআল্লাহ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন স্টারলিং গ্রুপের ডাইরেক্টর জনাব মনিরুল ইসলাম সেন্টু। হজ্ব এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব, জনাব ফরিদ আহমেদ মজুমদার।
এয়ারপোর্ট হেল্প লাইন লি. চেয়ারম্যান, জনাব মোহাম্মদ রুহুল আমিন মিন্টু। আশালয় হাউজিং লি. চেয়ারম্যান, জনাব মোঃ ওমর ফারুক। ডায়নামিক গ্রুপ চেয়ারম্যান, জনাব জসিম উদ্দিন। প্রোপাইটর, এস.এন. ট্রেড, মাইক্রো মিডিয়া কনস্ট্রাকশন, জনাব সাইফুল ইসলাম ভূইয়া রাসেল। প্রোপাইটর, তহুরা ইন্টারন্যাশনাল, জনাব ফয়েজ আহমেদ। গ্লোবাল টেক্সটাইল চেয়ারম্যান, জনাব ইব্রাহীম খলিল ফাহিম।
গ্রুপ সি ই ও, ইউনিক গ্রুপ, সৈয়দ সানোয়ারুল হক। খতিব, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসা মসজিদ, ঢাকা, আবু ইয়াহিয়া জাকারিয়া আল হুসাইন। প্রোপাইটর, টঙ্গী এয়ার ট্রাভেলস, আলহাজ্ব গাজী মুফতি ইয়াকুব। একাধিক আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, হাফেজ মাওঃ ক্বারী আব্দুল ওয়াদূদ, নিয়মিত সিনিয়র ক্বারী, বাংলাদেশ রেডিও, টেলিভিশন।