কুতুবদিয়া প্রতিনিধি
কুতুবদিয়ায় ইয়াবাসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। ১৬ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় দরবার রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি চালিয় ৪০০ পিস ইয়াবা উদ্ধার করছে পুলিশ। আটক জাহাঙ্গীর উপজলার কেয়ারবিল ইউনিয়নের মৌলভী পাড়ার আবদু ছালামের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবদীন জানান, ‘জাহাঙ্গীরসহ একটি চক্র বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বিক্রির উদ্দশ্যে ইয়াবার একটি চালান দরবার ঘাট হতে রাস্তার মাথা দিকে যাছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।,