জার্মানিতে রোববার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা সাইবেরিয়া এয়ারলাইনসের (এস-৭) মালিক নাতালিয়া ফিলেইভা। এ ঘটনায় পাইলটসহ নিহত হয়েছেন আরও দুইজন।
সাইবেরিয়া এয়ারলাইনসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
বিবিসি জানায়, রোববার রুশ ধনকুবের নাতালিয়া ব্যক্তিগত উড়োজাহাজে করে ফ্রান্সের কান শহর থেকে দেশে ফিরছিলেন। জার্মানির ফ্রাঙ্কফুর্টের এগলসবাক বিমানবন্দরের কাছে এসে তাকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই বিমানের চালকসহ তিন যাত্রীই নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনার তদন্তে কাজ শুরু করেছে রাশিয়া এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষ।
৫৫ বছর বয়সী নাতালিয়া রাশিয়ার অন্যতম ধনী নারী। ফোর্বস ম্যাগাজিনের হিসাব মতে, তার মোট সম্পদের পরিমাণ ৬০ কোটি ডলার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেৃছে তার এয়ালাইনস কোম্পানি এস-৭।
সূত্র: বিবিসি