মমিনুল ইসলাম:
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি নায়েরগাঁও পেন্নাই সড়কের বেহাল দশা। যানবাহন চলাচলে যাত্রী সাধারনের চরম ভোগান্তি। সরজমিনে দেখা যায়, এ সড়কের ইছাপুর, জয় বালা, নৈয়ার, পালের বাজার,কাউয়াদি,কানাচোয়া সহ সড়কের বিভিন্ন স্হানে পিচ ডালাই, ক্রংকিট উঠে ব্যাপক ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা, বয়স্ক লোক এবং গর্ববতি মা এবং অসুস্থ লোকদের যানবাহনে চলা মুশকিল হয়ে পড়ছে। যানবাহন গুলিও অতি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার উপক্রম । সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল থাকার কারনে অনেক যাত্রী যানবাহন বিকল হয়ে দূর্ঘটনার শিকার হয়েছে । এলাকাবাসী যান বাহন চলাচলের স্বার্থে সড়কটি জরুরী মেরামত করার দাবি জানান।