আগামীকাল সূর্যোদয়ের পরপরই আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। হজের খুতবা শোনার পাশাপাশি জোহর ও আছরের নামাজ এক সাথে আদায় করবেন।
সূর্যাস্তের সাথে সাথেই রওয়ানা দেবেন মুজদালিফার দিকে। সেখানে গিয়ে মাগরিব ও এশার নামাজ একই সাথে আদায় করবেন। রাত কাটাবেন খোলা আকাশের নিচে।
করোনার কারণে এবার বিশেষভাবে হচ্ছে হজের আয়োজন। আরাফা ও মুজদালিফায় প্রতি ৫০ মিটারে অবস্থান করতে পারবেন, সর্বোচ্চ ১০ জন হাজি।
এছাড়া একসাথে ৫০ জনের বেশি হাজি, পাথর নিক্ষেপ করতে পারবেন না, শয়তানকে। করোনা মহামারির কারণে এ বছর মাত্র এক হাজার মুসলমান, হজে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন।